রংপুরে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-24 02:47:16

বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দিনের বেলাতেও জ্বলছে গাড়ির হেডলাইট। উষ্ণতার চাদর মুড়িয়েও বাহিরে বের হওয়া মুশকিল। শীতের তীব্রতা আর ঘন কুয়াশায় কাহিল হয়ে পড়েছে উত্তরের জনজীবন।

হিমালয়ের কোল ঘেঁষা উত্তর জনপদে এখন মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।

আবহাওয়া অফিস বলছে, গত দুই দিন ধরে সূর্যের দেখা মেলেনি। তাপমাত্রাও ওঠা-নামা করছে। দিনভর কনকনে ঠান্ডার পর বিকেল বেলাতেও কুয়াশা কমে না। সন্ধ্যার পর তো কথাই নেই। এমন শীত আরও দুই দিন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর থেকে রংপুরে শীতের দাপট আরও বেড়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমেছে।

এদিকে পৌষের শুরুতে হিমালয়ের কোল ঘেঁষা উত্তর জনপদের ওপর দিয়ে বয়ে চলা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে ছিন্নমূল আর ভাসমান মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। এখনো অনেক শীতার্তের ভাগ্যে জোটেনি মোটা কাপড়ের কম্বল।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, টানা দু’দিন ধরে শীতে জবুথবু জনজীবন সহসাই স্বাভাবিক হচ্ছে না। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা আরও কমবে। আবার ২৬-২৭ তারিখের দিকে তাপমাত্রা কমে যাবে।

এদিকে গতকাল বৃহস্পতিবার উত্তরের আট জেলার মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয় কুড়িগ্রামের রাজারহাটে।

এ সম্পর্কিত আরও খবর