বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অর্থনৈতিক মুক্তি

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-24 10:54:05

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুটি উদ্দেশ্যকে সামনে রেখে সারাজীবন সংগ্রাম করেছেন। তার স্বপ্ন ছিল বাংলাদেশের স্বাধীনতা ও বাঙালির অর্থনৈতিক মুক্তি। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অপূর্ণ স্বপ্ন পূরণে কাজ করছেন।’

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে পীরগাছা জেএন স্কুল মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিজয় দিবস উপলক্ষে পীরগাছা উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

টিপু মুনশি বলেন, ‘বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছি। তার স্বাধীনতার স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আমাদের অর্থনৈতিক মুক্তি বেশি দূরে নয়। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ অর্থনৈতিক মুক্তি অর্জন করবে।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের ৪৮ বছর পার করেছে বাংলাদেশ। এক সময়ের তলাবিহীন দেশের উন্নয়ন আজ সারা বিশ্বকে অবাক করেছে। দেশের অর্থনীতিতে গতি এসেছে। বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সবই সম্ভব হয়েছে স্বাধীনতার স্বপক্ষের দল ক্ষমতাসীন হওয়ায়।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন প্রধান, পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, পীরগাছা প্রেসক্লাবের সভাপতি এম খোরশেদ আলম প্রমুখ।

এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিজয় দিবসের প্রথম প্রহরে রংপুর জেলার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতা এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সম্পর্কিত আরও খবর