‘ভালো থাকার জন্য ভালো কাজের সাথে যুক্ত হতে হবে’

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,রংপুর | 2023-08-24 00:25:35

‘মাদক, জুয়া, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে লিপ্ত হয়ে যুবসমাজ সুন্দরের পথ হারিয়ে ফেলছে, অন্ধকার জগতে পা রাখছে। এই অবক্ষয় থেকে তাদের ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। ভালো থাকার জন্য ভালো কাজের সাথে যুক্ত হতে হবে।’ 

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে মিঠাপুকুরে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। পুটিমারী তরুণ সংঘ উদ্যোগে প্রয়াত ইউসুফ উদ্দিন সরকার স্মৃতি স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সামাজিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে দূরে রাখতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে ক্রীড়া সংগঠকদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন ভূঁইয়া, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল প্রমুখ।

ফুটবল টুর্নামেন্টে রংপুর জেলার বিভিন্ন এলাকার বারোটি দল অংশ নিয়েছে। এ সব দলে স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি খেলোয়াড়ও রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর