নিরাপত্তাহীনতায় ডিশ ব্যবসায়ীর পরিবার, থানায় অভিযোগ

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-26 12:36:26

রংপুরে ডিশ ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে এক ব্যবসায়ীকে মারধর করেছে দুর্বৃত্তরা। এখন প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ওই ব্যবসায়ীসহ তার পরিবার। তাই হুমকিদাতাসহ দুর্বৃত্তদের গ্রেফতার ও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে পরিবারটি।

শনিবার (৭ ডিশেম্বর) দুপুরে রংপুর মহানগরীর কেরানীপাড়ার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নিরাপত্তাহীনতার কথা জানান ডিশ ব্যবসায়ী এনামুল হক রনি। সংবাদ সম্মেলনে তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রনি জানান, গত ১০ বছর ধরে ডিশ লাইনের ফিডার হিসেবে ব্যবসা করছেন। প্রায় ৩ বছর ধরে একই এলাকার প্রভাবশালী কয়েকজন তার ডিশ ব্যবসা দখলে নিতে নানাভাবে হুমকি দেওয়াসহ চাঁদা দাবি করে আসছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় বিভিন্ন সময়ে ৩টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি আরও জানান, এরই জেরে গত ১ ডিসেম্বর রাতে অভিযুক্তসহ আরও ৪/৫ জন তার কাছে প্রতি মাসে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। এতে রাজি না হওয়ায় লাঠিসোটা দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। বাড়িতে এসে পরিবারের লোকজনের সামনে প্রাণনাশের হুমকিও দেন তারা। এ ঘটনার পর থেকে পরিবারের সকল সদস্য চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে কোতোয়ালি থানায় দুর্বৃত্তদের নামে একটি অভিযোগ দাখিল করাসহ প্রশাসনের বিভিন্ন দফতরে বিষয়টি লিখিত আকারে জানানো হয়েছে।

বর্তমানে নির্বিঘ্নে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও পরিবারের সদস্যদের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী এনামুল হক রনি।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মজনু মিয়া বলেন, ‘অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর