সিলেটে আমনের বাম্পার ফলন

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-09-01 14:38:13

সিলেটে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু করেছেন কৃষকেরা। মাঠের পর মাঠ সোনালি আমন ধান কৃষকের মনে দোলা দিয়েছে। তবে বাম্পার ফলনেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা কাটছে না কৃষকদের।

সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট জেলায় এবার আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪০ হাজার ১৮৫ হেক্টর। তবে চাষাবাদ হয়েছে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ১ লাখ ৪৫ হাজার হেক্টরে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, আমন ধান থেকে চলতি বছর সিলেট জেলায় ৩ লাখ ৪৯ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

আমন ঘরে তুলতে ব্যস্ত ‍কৃষক

দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের কৃষক সুজাত মিয়া বলেন, এবার গত বছর থেকে জায়গায় আমন ধানের আবাদ করেছি। ফলন ভালো হয়েছে। তবে বাজারে ধানের যে দাম, এতে লাভ হবে না উল্টো লোকসান হবে।

সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, সিলেটে এবার আমন আবাদে আবহাওয়া ভালো ছিল। তাই ভালো ফলন হয়েছে। পোকামাকড়ের আক্রমণও ছিল এবার খুবই কম। এখন ধানের দাম কম পাওয়া গেলেও সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বৃদ্ধি পাবে।

এ সম্পর্কিত আরও খবর