বরিশালে ৩ দিন পর নৌযান চলাচল স্বাভাবিক

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল | 2023-08-25 21:01:37

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বন্ধ থাকার তিনদিন পর বরিশালের অভ্যন্তরীণ সকল নৌরুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় বরিশাল নদীবন্দর থে‌কে লঞ্চ চলাচ‌লের অনুম‌তি দিয়েছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এরপর থেকেই অভ্যন্তরীণ রু‌টের লঞ্চ যাতায়াত শুরু হয়।

বিষয়টি সোমবার দুপুরে বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেন, বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা সরকার মিঠু। এসময় তিনি জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বরিশাল নদীবন্দর এলাকায় প্রথমে ২ নম্বর ও পরে ৪ নম্বর সর্তক সংকেত থাকায় বরিশালের অভ্যন্তরীণ সকল নৌরুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৈরি আবহাওয়া কেটে যাওয়ায় সোমবার দুপুরে সব কয়টি রুটেই নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়। এদিকে, সোমবার সকাল থেকেই অনুমতির অপেক্ষায় বরিশাল নদীবন্দরে অবস্থান নেয় যাত্রীরা। অনুমতির পরপরই হিজলা, মে‌হে‌ন্দিগঞ্জ, ভোলাসহ বি‌ভিন্ন রুটে কয়েকটি ছোট লঞ্চ ছেড়ে যায়।

উল্লেখ্য, গত শুক্রবার (৮ নভেম্বর) বি‌কে‌লে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সারাদেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এ সম্পর্কিত আরও খবর