ঈদের দিনেও হা‌সিমু‌খে কাজে মে‌ট্রো‌রে‌ল কর্মকর্তারা

, জাতীয়

সি‌নিয়র ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 18:29:03

ঢাকা: ঈদের দিনটা আপনজনদের সঙ্গে নয়, মে‌ট্রো‌রে‌ল প্র‌জে‌ক্টে কাটা‌লেন প্রক‌ল্পের ক‌য়েকজন কর্মকর্তা। ঈদের দিনেও থেমে নেই তাদের কাজ।‌ দে‌শের যোগা‌যোগ ব্যবস্থায় নতুন বিপ্লব ঘটা‌তে দ্রুত গতিতে এগিয়ে চলছে মে‌ট্রো‌রে‌লের কাজ। উৎসবের দিনেও বসে নেই তারা।

শ‌নিবার (১৬ জুন) ঈদের দিনও কাজ চল‌ছে মে‌ট্রো‌রেল প্র‌জে‌ক্টের উত্তরা থে‌কে আগারগাঁও অং‌শে। ম্যাস র্যা‌পিড ট্রান‌জিট (এমআর‌টি ৬) কর্মকর্তারা জানান, মূলত ট্রাফিক কন্ট্রোল, সেফটি এবং সিকিউরিটির কাজ চলমান।

ঈদে অনেককে ছুটি দেওয়া হয়েছে। তবে ছু‌টি থাক‌লেও জরুরী কাজ, পিয়া‌রের আশপা‌শের নিরাপত্তা, ল্যাব টেস্ট এবং সাইট অফিসগু‌লোতে কাজ চলমান। এজন্য রোস্টার ভি‌ত্তি‌তে কাজ চল‌ছে। ঈদের দিন কাজ করে কর্মকর্তারা হাসিখুশিই ছিলেন। এমনকি মেট্রারেলে কাজ করা অবস্থা কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন।

প্রক‌ল্পের কনসাল‌টেন্ট ফা‌র্মের একজন প্র‌কৌশলী হোসাইন মো আল সবুজ ব‌লেন, রোস্টা‌রের মাধ্য‌মে ঈদেও কাজ চল‌ছে। প্রক‌ল্পের কার‌ণে কোন বাড়‌তি ভোগা‌ন্তি নেই। কর্মকর্তা থেকে শ্রমিক সবাই খুশি মনেই কাজ করছে, কারো কোনো সমস্যা নেই।

প্রকল্প সূত্র জানায়, যেখানে পিলারের কাজ শেষ হচ্ছে, সেখানেই স্প্যান বসিয়ে দেয়া হ‌বে। যেমনটা হয়েছে পদ্মাসেতুতে। আগারগাঁওয়ে দুটি মূল পিলারের ওপর স্প্যান বসা‌নো দেখা যা‌চ্ছে।

‌মে‌ট্রো‌রেল বাস্তবায়নকারী সরকা‌রি প্র‌তিষ্ঠান ঢাকা ম্যাস ট্রান‌জিট কোম্পা‌নি লি‌মি‌টেড-এর ম্যা‌নে‌জিং ডি‌রেক্টর মোহাম্মদ আবু নুর সি‌দ্দিক জানিয়ে‌ছেন,মে‌ট্রো‌রে‌লের প্রথম অংশ উত্তরা থে‌কে আগারগাঁও চালু হ‌বে ২০১৯ সালে। কাজ প্রত্যাশামত এ‌গি‌য়ে চল‌ছে।

এ সম্পর্কিত আরও খবর