লাঙ্গলের বিজয় নিশ্চিত: সাদ এরশাদ

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-24 19:36:30

রংপুর-৩ আসনের উপ-নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলে লাঙ্গলের বিজয় নিশ্চিত হবে বলে জানিয়েছেন প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে রংপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা।

সাদ এরশাদ বলেন, ‘আমি তো চাই সবাই ভোট দিতে আসুক। দুর্গাপূজার কারণে হয়তো ভোটাররা কেন্দ্রে আসছে না। তবে দুপুরের পর ঠিকই সবাই কেন্দ্রে আসবে ভোটও দেবে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে সবাই সমান। সবাই তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। এটাই তো ভোট। কাউকে নিয়ে আমার অভিযোগ নেই। ভোট উৎসবের আমেজেই হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা নেই। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে।’

বিএনপি প্রার্থী রিটা রহমানের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগের বিষয়ে সাদ এরশাদ বলেন, ‘আমার জানা নেই কোথায়, কারা পোস্টার ছিঁড়েছে। তবে যদি এমনটা কেউ করে থাকে, এটা অন্যায় এবং দুঃখজনক।’

সকাল থেকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের মৃত্যুতে শূন্য রংপুর-৩ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা শাহরিয়ার আসিফ, জাতীয় পার্টির সাদ এরশাদ ও বিএনপি প্রার্থী রিটা রহমানসহ ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছে। রংপুর সদর ও মহাগরের ১৭৫টি কেন্দ্রে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এখানে মোট ভোটার চার লাখ ৪১ হাজার ২২৪ জন।

এ সম্পর্কিত আরও খবর