সিলেটে আ'লীগের কমিটি গঠনের উদ্যোগ

সিলেট, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-30 12:43:36

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এ লক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেট নগরের রিকাবী বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হবে। আর মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা হবে বিকেল সাড়ে ৩টায় নগরের মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইনের হল রুমে।

দুই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ এমপি। এছাড়া উপস্থিত থাকবেন- প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মিসবাহ উদ্দিন সিরাজ।

জানা গেছে, ২০১১ সালের ২১ নভেম্বর ৩ বছরের জন্য সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেন দলের সভানেত্রী শেখ হাসিনা। তবে সেই কমিটি আট বছর ধরে চললেও জেলার ১৩টি উপজেলার মধ্যে মাত্র ছয়টি উপজেলায় সম্মেলন করতে পেরেছে। আর মহানগর কমিটির অধীনস্থ বেশিরভাগ ওয়ার্ডেও পূর্ণাঙ্গ কমিটি নেই।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, 'আমাদের ১০ ডিসেম্বরের মধ্যে সম্মেলন করতে কেন্দ্র থেকে চিঠি দেওয়া হয়েছে। সম্মেলনকে ঘিরে বুধবার আমাদের বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।'

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, 'উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগকে ঢেলে সাজাতে আমরা কাজ শুরু করেছি। এ লক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।'

এ সম্পর্কিত আরও খবর