মসিকের উন্নয়নে পাশে থাকবে জার্মান সরকার

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-24 00:43:08

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ভবিষ্যত উন্নয়নে জার্মান সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এইচ ই পিটার ফাহরেনহোল্টজ।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে মসিক মেয়র মো. ইকরামুল হক টিটুর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে এমন আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত। এসময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভবিষ্যত-পরিকল্পনা এবং কর্মপদ্ধতি নিয়েও আলোচনা করা হয়।

মসিক সূত্র জানায়, সাক্ষাতকালে পিটার ফাহরেনহোল্টজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অতিশীঘ্রই উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলেও দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পরে রাতে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জার্মান রাষ্ট্রদূত ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর