ক্যাসিনো ব্যবসা করতে দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 01:59:50

সম্প্রতি সারাদেশে আলোচিত ইস্যু ক্যাসিনো ব্যবসা। এরই মধ্যে কয়েকজন প্রভাবশালী লোককে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ক্যাসিনো আমাদের দেশে আইনসঙ্গত ব্যবসা না। যারাই আইনসঙ্গত নয় এমন ব্যবসা করবেন, আমরা তাদের সে ব্যবসা করতে দেব না।’

রোববার (২২ সেপ্টেম্বর) মানিকমিয়া এভিনিউতে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে প্রধান অতিথির বক্তব্যকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

MInister
বেলুন উড়িয়ে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন মন্ত্রী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ডিটিসিএ নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক নেতা হোক, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হোক, বা জনপ্রতিনিধি হোক, কাউকেই আইনসঙ্গত নয়, এমন ব্যবসা করতে দেব না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সে কাজটিই করছি। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় চাঁদাবাজি ও আইন বহির্ভূত সব ব্যবসার বিরুদ্ধে কাজ করছি।’

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মেয়ররা ফুটপাত ক্লিয়ার করে দেবেন, আমরা সেখানে আর কাউকে বসতে দেব না।’ তবে বিষয়টি একবারে না করে পর্যয়ক্রমে করার আহ্বান জানান তিনি।

ব্যক্তিগত গাড়ির বিষয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগত গাড়ি চালানোর অনেক বিড়ম্বনা। গাড়ি কেনার জন্য সরকারি কর্মকর্তাদের ভতুর্কি দিচ্ছে সরকার। কিন্তু যদি মেট্রোরেল চালু হয়, মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হয়, তাহলে এ গাড়ির আর প্রয়োজন হবে না।’

বাসের মালিকদের দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, ‘আপনারা ভালো বাস চালু করেন। সুন্দর বাস সার্ভিসের বড় অভাব। চাঁদাবাজদের চাঁদা কমিয়ে বাসের দিকে খেয়াল দেন। ভালো বাস নামান, তাহলে ব্যক্তিগত গাড়ি কমে আসবে।’

এ সম্পর্কিত আরও খবর