আবেদীন টাওয়ারে অগ্নিকাণ্ড: রাজউকের তদন্ত কমিটি

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 22:26:07

রাজধানী বনানীর আবেদীন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। কমিটি পাঁচ দিনের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করবে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশে রাজউকের সদস্য (স্টেট ও ভূমি) মো. আজহারুল ইসলাম খানকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর চার সদস্য হলেন- রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) আব্দুল লতিফ হেলালী, রাজউকের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদ সাদিক, রাজউকের উপপরিচালক (স্টেট ও ভূমি) হাফিজুর রহমান এবং রাজউকের অথরাইজড অফিসার মো. হোসেন।

আরও পড়ুন: এফআর টাওয়ারের পাশের ভবনে আগুন, নিয়ন্ত্রণে

কমিটির কার্যপরিধির মধ্যে আগুনের কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নিরূপণ, রাজউকের নিয়ম ও বিধি অনুযায়ী ভবন নির্মিত হয়েছে কিনা সে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এরআগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে বনানীর এফ আর টাওয়ারের পাশ্ববর্তী আবেদিন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের ৩৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মোহাম্মদ রিবেন বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

এ সম্পর্কিত আরও খবর