অপহরণের ৩০ ঘণ্টা পর ভিকটিম উদ্ধার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-23 21:56:52

নারায়ণগঞ্জের তোলারাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক সারোয়ার জাহানকে অপহরণের ৩০ ঘণ্টা পর উদ্ধার করেছে র‌্যাব-৪। এ সময় পাঁচ অপহরণকারীকেও আটক করেছেন র‌্যাব সদস্যরা। আটকরা হলেন—মোরশেদ আলম (৩৩), ফাহিম সাদ্দাম (১৯), নাফিজা খান (১৯), শাহনেওয়াজ নাজনীন (৩৫) ও সাবিহা নাজনীন (২৮)।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আটক অপহরণকারীরা


সাজেদুল ইসলাম বলেন, গত ১১ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের ৬০ ফুট এলাকা থেকে অধ্যাপক সারোয়ার জাহান অপহৃত হন। পরে অপহরণকারীরা সারোয়ার জাহানের পরিবারকে ফোন করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। তার পরিবারের পক্ষ থেকে দুটি বিকাশ নম্বরে অপহরণকারীদের ৪০ হাজার টাকা পাঠানো হয়। এছাড়াও সারোয়ার জাহানের ক্রেডিট কার্ড দিয়ে অপহরণকারী শপিং করেছে।

তিনি বলেন, পরে ১২ সেপ্টেম্বর সারোয়ার জাহানের পরিবারের পক্ষ থেকে র‌্যাব-৪-এ অভিযোগ করা হয়। অভিযোগের ১৬ ঘণ্টা ও অপহরণের ৩০ ঘণ্টা পর রাজধানীর দক্ষিণ মিরপুর থেকে সারোয়ার জাহানকে উদ্ধার করা হয়। একই সঙ্গে পাঁচ অপহরণকারীকে আটক করা হয়েছে।

এ সময় অপহরণকারীদের কাছ থেকে ৮ হাজার টাকা, দুটি ক্রেডিট কার্ড, ৭টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানান সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর