উচ্ছেদের জন্য দুই ভাইকে অ্যাসিড নিক্ষেপ: ১০ জনের যাবজ্জীবন

সিলেট, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-30 10:14:42

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় উচ্ছেদের উদ্দেশে দুই ভাইকে অ্যাসিড নিক্ষেপের মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের জেলা ও দায়র জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আব্দুর রহিম, আয়াত উদ্দিন, মাশুক মিয়া, আব্দুস সালাম, নুরুল মিয়া, আলতাফ মিয়া, শামসুল ইসলাম, মো. আলী, আব্দুর রশীদ ও রুবেল মিয়া। তবে দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া এখনো পলাতক রয়েছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২৬ মার্চ সকাল ৭টায় সিলেটের গোয়াইনঘাট থানার উত্তর রাউৎগ্রামে একটি পরিবারকে উচ্ছেদের জন্য বাড়িতে হামলা চালায় আসামিরা। এ সময় ওই পরিবারের সদস্য দুই ভাই আজির উদ্দিন ও আলা উদ্দিনকে বাড়ির উঠানে বাঁশ দিয়ে পিটিয়ে পা ভেঙে দেন। সেই সঙ্গে তাদের চোখে অ্যাসিড ঢেলে দেন আসামিরা। এতে তাদের চোখ নষ্ট হয়ে যায়। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর