বঙ্গবন্ধুর মতো দেশকে ভালবাসার আহ্বান ডিএনসিসি মেয়রের

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 09:39:12

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো করে দেশকে ভালবাসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু দেশকে যে পরিমাণ ভালবাসতেন, তার কিয়দংশও যদি আমরা বাসতে পারি তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব।’

সোমবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীতে অবস্থিত ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু সারা জীবন দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করেছেন। এই দেশকে, দেশের মানুষকে ভালবেসে, দেশের জন্য জেল খেটেছেন, এমনকি নিজের জীবন দিতেও পিছপা হননি।’

মেয়র বলেন, ‘বঙ্গবন্ধু যেভাবে দেশকে ভালবাসতেন, আমরা যদি তার এক শতাংশও দেশকে ভালবাসতাম, তবে আমরা যেখানে সেখানে ময়লা ফেলতাম না। দেশের মানুষকে ভালোবাসলে আমরা তাদের কষ্ট হয় এমন কোনো কাজ করতাম না। আইনশৃঙ্খলা মেনে চলতাম, সরকারি সম্পত্তি অপদখল বা নষ্ট করতাম না,  নাগরিক দায়িত্ব পালন করতাম।’

‘সুযোগ পেলেই আমরা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ব্যস্ত রাস্তা পার হয়ে যাই। মনে রাখবেন আপনি নিজে বদলালে বদলে যাবে দেশ।’

তিনি বলেন, ‘আমরা শুধু নিজেকে নিয়ে চিন্তা করি।  শুধু ভাবি আমার কী হবে, আমার কী হবে, কিন্তু বঙ্গবন্ধু কোনো দিন নিজেকে নিয়ে ভাবেননি, তিনি সারাটি জীবন দেশের জনগণের কথা ভাবতেন।’

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‘পরিচ্ছন্নতা অভিযানে অসহযোগিতা করলেই পেনাল কোড’

এ সম্পর্কিত আরও খবর