মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 17:55:08

জাতিগত নির্মূলের শিকার রোহিঙ্গাদের অধিকার ফিরে পেতে মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্র ক্রমাগত চাপ অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের মুখপাত্র মরগান অর্টাগাস এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

রোববার (২৫ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানায়।

মার্কিন মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর ভয়াবহ নৃশংসতার কারণে সাত লাখ ৪০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রাখাইন রাজ্য মিয়ানমারের একমাত্র জায়গা নয়, যেখানে সামরিক বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে। পাশাপাশি কাচিন ও শান স্টেটস-এও সামরিক নির্যাতন অব্যাহত রয়েছে।’

‘এই উদ্বাস্তুদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের চলমান উদারতার প্রশংসা করি। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সঙ্কটে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। ২০১৭ সাল থেকে প্রায় ৫৪২ মিলিয়ন ডলার প্রদান করেছে। অন্যদেরও এই মানবিক কাজে অবদান রাখার আহ্বান জানাই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘মিয়ানমার সরকারকে কফি আনান উপদেষ্টা কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নে উৎসাহিত করা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, যা রাখাইন রাজ্যের সকল মানুষ ও সেই সাথে যারা পালিয়ে গেছে, তাদের জন্য সর্বোত্তম পথের প্রস্তাব দেয়।’

‘যুক্তরাষ্ট্র মিয়ানমারকে এসব পালনে আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ চালিয়ে যাচ্ছে। যা শরণার্থীদের স্বেচ্ছাসেবক, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন তাদের নিজ দেশে বা তাদের পছন্দসই আবাসে ফিরিয়ে দেবে।’

এ সম্পর্কিত আরও খবর