'ঠিকাদারদের চলমান সকল প্রজেক্টের হিসেব দিতে হবে'

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 09:59:01

পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান বলেছেন, 'যেসব ঠিকাদার সরকারি বিভিন্ন প্রজেক্ট পান বা নেন, তাদের প্রান্তিক পর্যায়ে সকল শ্রেণির নাগরিককে প্রজেক্টের সকল হিসেব দিতে হবে'।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে সরকারি ক্রয় বিষয়ক পাবলিক-প্রাইভেট স্টেকহোল্ডারস কমিটির (পিপিএসসি) ১৩ তম সভায় এ কথা বলেন মন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, 'আমাদের সরকারের নীতি অনুযায়ী প্রধানমন্ত্রী চান, জনগণের কল্যাণে জনগণের অর্থ যেন মানুষের ও দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবহার হয়। সরকারি ক্রয় বিষয়ক পাবলিক-প্রাইভেট স্টেকহোল্ডার কমিটির মূল কাজগুলো হলো- সরকারি প্রজেক্টে ঠিকাদারদের কাজের কোথাও কোন গ্যাপ আছে কিনা সেসব দেখা এবং কর্তৃপক্ষের কাছে রিপোর্ট আকারে প্রতিবেদন দেওয়া।'

তিনি আরও বলেন, 'যদি এই সংগঠনটি সরকারি ক্রয় মনিটরিং যথাযথভাবে করতে পারে। তাহলে সরকারি প্রজেক্ট পাওয়া ঠিকাদাররা কাজে খারাপ জিনিস ব্যবহার করতে পারবে না এবং জনগণের কাছে সকল ধরনের হিসেব দিতে বাধ্য হবে। তখন কোনো প্রজেক্টের কাজই নিম্নমানের হবে না। তাহলে আর পত্রিকায় আসবে না রডের বদলে বাঁশ ব্যবহার করা হচ্ছে। এছাড়া ব্ল্যাকলিস্টেড যেসব ঠিকাদার আছে তারা যেন নতুন কোনো প্রজেক্ট না পাই সে ব্যাপারেও আমাদের পদক্ষেপ নিতে হবে।'

পিপিএসসির উন্মুক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, 'প্রান্তিক পর্যায়ে সরকারি যেসব কাজ চলছে সেগুলোর কোয়ালিটি দেখার জন্য সরকারিভাবে কমিটি করে দিলে তারা সেটা মনিটর করতে পারে এবং মানসম্মত কাজ পাওয়া যায়।'

তাছাড়া, অনেক জায়গা আছে যেখানে ইন্টারনেট না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারে না ফলে সেখানকার মানুষজন অভিযোগ জানাতে পারেন না। তাই একটা হট লাইন নাম্বারের ব্যবস্থা করা হলে সব শ্রেণির মানুষ যেকোনো প্রজেক্টর অনিয়মের কথা জানাতে পারবেন।

সরকারি ক্রয় বিষয়ক পাবলিক-প্রাইভেট স্টেকহোন্ডার কমিটির সভায় বক্তব্য রাখেন- এই কমিটির সভাপতি সিপিটিইডর মহাপরিচালক মোহাম্মদ আলী নূর, আইএমই বিভাগের সচিব আবুল মনসুর মো ফয়জুল্লাহ প্রমুখ। এছাড়া সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর