কেডিএ ভবনে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের সত্যতা

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা | 2023-09-01 07:52:01

অনিয়মের অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযানের মাধ্যমে প্রাথমিক তদন্তে কেডিএ'র নানা অনিয়মের সত্যতা মিলেছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে এ অভিযান চালায় দুদক। ৫ সদস্যের টিমের নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাওন মিয়া। প্রায় দুই ঘণ্টা ধরে অভিযান চলাকালে দুদক কর্মকর্তারা সুনির্দিষ্ট কিছু ভবনের প্ল্যান ও কাগজপত্র খতিয়ে দেখেন। এছাড়া তারা কেডিএ'র উপ-সহকারী প্রকৌশলী মাহামুদ হাসানসহ প্ল্যানিং ও অথরাইজড শাখার বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেন।

সহকারী পরিচালক মো. শাওন মিয়া বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘খুলনা নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় একটি ভবনের নকশা অনুমোদনে অনিয়ম হয়েছে। আমরা অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য নিয়েছি ও ঘটনাস্থলে গিয়েছি। অনুমোদিত নকশার সঙ্গে নির্মাণাধীন ভবনের কোনো মিল নেই। নকশায় যেটুকু জায়গা ছাড়ার কথা ছিল তারা তা ছাড়েনি। ভবনের নকশা অনুমোদনের পর বিষয়টি মনিটরিংয়ের দায়িত্ব ছিল কেডিএ’র। তারা বিষয়টি মনিটরিং করেনি। নকশা অনুমোদনের বিষয়টি তদন্তে আরও সময় প্রয়োজন।’

তিনি বলেন, ‘আমরা কেডিএ চেয়ারম্যানকে বিষয়টি তদন্ত করে দেখার জন্য সুপারিশ করেছি। এছাড়া প্রধান কার্যালয়ে অধিকতর তদন্তের অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছি।’

এদিকে কেডিএ'র উপ-সহকারী প্রকৌশলী মাহামুদ হাসান নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘ভবন নির্মাণের নকশা বা প্ল্যান দেখা ও অনুমোদনের দায়িত্ব আমার। এটি বাস্তবায়ন বা মনিটরিংয়ের জন্য অন্যরা দায়িত্বে রয়েছেন। তাই এ বিষয়ে আমাকে দায়ী করা সঠিক নয়।’

কেডিএ'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ জানান, নকশা অনুমোদনে কোনো অনিয়ম হয়নি। নকশা অনুযায়ী ভবন নির্মাণ না করায় কেডিএ ওই ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে মালিকপক্ষকে নোটিশ পাঠিয়েছে। সেই নোটিশের শুনানি এখনো চলছে।

এ সম্পর্কিত আরও খবর