নবম ওয়েজবোর্ড রোয়েদাদের গেজেট ঘোষণার দাবি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 17:33:01

সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াবের করা মামলাটি রাষ্ট্রপক্ষকে আইনিভাবে মোকাবিলা করে অবিলম্বে নবম ওয়েজবোর্ড রোয়েদাদের গেজেট ঘোষণার দাবি জানিয়েছে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ।

রোববার (১৮ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে এ দাবি জানান ঐক্য পরিষদের নেতারা।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে নেতারা বলেন, 'অবিলম্বে নবম ওয়েজবোর্ড রোয়েদাদের গেজেট প্রকাশ করতে হবে এবং সংসদেও আগামী অধিবেশনে গণমাধ্যম কর্মী আইন পাশ করতে হবে। অন্যথায় দেশের গণমাধ্যম শিল্পে চরম নৈরাজ্য সৃষ্টি হবে। যা রাষ্ট্র, সরকার ও সাংবাদিক-শ্রমিক-কর্মচারিরা চায় না।'

অবিলম্বে নবম ওয়েজবোর্ড রোয়েদাদের গেজেট প্রকাশ, গণমাধ্যম কর্মী আইন প্রণয়ন ও ছাঁটাই বন্ধের দাবিসহ নোয়াবের মামলার প্রতিবাদে সারাদেশে বিএফইউজের অঙ্গসংগঠনসমূহ ও সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ সমাবেশ করে।

নোয়াবকে হুঁশিয়ার করে বিএফইউজে'র সভাপতি মোল্লা জালাল বলেন, 'সংবাদপত্র বের করতে হলে দেশের আইন মোতাবেক ওয়েজবোর্ড রোয়েদাদ মেনেই করতে হবে।'

বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ বলেন, 'নোয়াবের মামলাকে আইনিভাবে মোকাবিলা করার দায়িত্ব রাষ্ট্রপক্ষের। এ নিয়ে সাংবাদিকদের কোনো বক্তব্য নেই। সাংবাদিকরা আন্দোলন সংগ্রাম করেই ওয়েজবোর্ড রোয়েদাদ আদায় করে ছাড়বে।'

ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, 'যেসব পত্রিকা ওয়েজবোর্ড রোয়েদাদ অনুযায়ী সাংবাদিকদের বেতন-ভাতা দেবে না, তাদের রেট কার্ড বাতিল করতে হবে।'

ঢাকার সমাবেশে বক্তব্য রাখেন- বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মো. আলমগীর হোসেন খান ও মহাসচিব কামাল উদ্দিন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সচিবালয়ের প্রধান ফটক পর্যন্ত প্রদক্ষিণ করে। এরপর ১৪ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি নিয়ে সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে হস্তান্তর করেন সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর