এডিস মশার লার্ভা পাওয়ায় কেয়ারটেকারের জেল

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-17 21:45:51

 

এডিস মশার লার্ভা পাওয়ায় বাড়ির কেয়ারটেকারের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ আগস্ট) ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে ইস্কাটন রোড ও বনানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আরও পড়ুন: এডিসের লার্ভা পাওয়ায় সিপিডির নির্মাণাধীন ভবনকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ইস্কাটন রোডের ৫৬ নং বাড়ির বেইজমেন্টে প্রচুর এডিস মশার লার্ভা এবং এডিস মশা বংশবিস্তারের অনুকূল পরিবেশ পাওয়া যায়। এ অপরাধে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী বাড়ির কেয়ারটেকার আব্দুল বারেককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া বনানী ৬ নং সড়কের একটি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ার অপরাধে একই আইন অনুযায়ী বাড়ির ম্যানেজারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া বাসা-বাড়ি পরিচ্ছন্ন রাখার বিষয়ে ইস্কাটন রোড এবং বনানী এলাকার ১০টি বাড়ির মালিক/কেয়ারটেকারদের সতর্ক করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর