বস্তিতে আগুন: পানির সংকট মেটাতে ঘটনাস্থলে ওয়াসার ট্রাক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-22 07:24:14

রাজধানী মিরপুরের ৭ নম্বর সেকশনে ঝিলপাড় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে করতে গিয়ে পানির সংকটে পড়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিকভাবে পানির এ সংকট মেটাতে ওয়াসার দুইটি পানির ট্রাক ঘটনাস্থলে পৌঁছেছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাত ৯টা ৫৪ মিনিটে ট্রাকগুলো অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে রাত ৯টার দিকে পানি সংকট দেখা দিয়েছে। পরে স্থানীয় বাসিন্দাদের বাসায় গিয়েও পর্যাপ্ত পানি পাওয়া যায়নি। এতে পানির সংকট মেটাতে রাত ৯টা ৫৪ মিনিটে ওয়াসার দুইটি পানি পূর্ণ ট্রাক আসে। এই দুইটি ট্রাকের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।

যদিও দুই ঘণ্টার আগুনে এরই মধ্যে সম্পূর্ণ বস্তিটি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। পানি না থাকায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছেন।

উল্লেখ্য, শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আরামবাগের বস্তিটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

আরও পড়ুন: বস্তিতে আগুন: এক কাপড়ে বের হয়ে এসেছি, সব শেষ

আরও পড়ুন: বস্তিতে আগুন: ঝুঁকিপূর্ণ ভবনের ছাদে উৎসুক জনতার ভিড়

এ সম্পর্কিত আরও খবর