ঢাকায় ডেঙ্গু আক্রান্ত শিশুর শেবাচিমে মৃত্যু

বরিশাল, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল | 2023-08-30 17:22:08

ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় রুশা (১০) নামের এক শিশু মারা গেছে। শনিবার (১০ আগস্ট) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

দুপুরে বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডাক্তার বাকির হোসেন। রুশা ঝালকাঠির রাজাপুর উপজেলার জীবনদাশকাঠি এলাকার রুহুল আমিনের মেয়ে ও ঢাকার গ্রীনরোড ওয়াই ডব্লিউসিএ স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

পরিচালক জানান, শিশুটি ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে গত পরশু তার বাব-মার সঙ্গে গ্রামের বাড়িতে আসে। পরে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে মুমূর্ষু অবস্থায় শুক্রবার (৯ আগস্ট) রাত ৯ টায় শেবাচিম হাসপাতালে এসে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে শিশুটি মারা যায়।

উল্লেখ্য, এ নিয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ ৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও খবর