বাচ্চু হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

, জাতীয়

ল' করেসপন্ডেন্ট | 2023-08-24 14:18:47

ঢাকা: বিশ লাখ টাকা চাঁদা না দেওয়ায় কেরানীগঞ্জের টিন ব্যবসায়ী বাচ্চু হত্যা মামলায় ডাকাত শহীদের সহযোগী তিন আসামির ফাঁসি ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেছেন আদালত।

রোববার বিকালে ঢাকার ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম মোসাঃ কামরুন্নাহার এ রায় প্রদান করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, মারুফ, টিটু ও লিটন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, আমজাদ হেসেন লিটন, সাব্বির, আঃ গণি, ওয়াসিম কসাই, সম্রাট, নান্টু ও নবাব।

রায় ঘোষণার আগে ১৩ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

রায়ের বিবরণী হতে জানা যায়, ডাকাত শহীদ ও তার দল ভিকটিমের ভাই সিরাজুল ইসলামের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। সে উক্ত চাঁদা দিতে অস্বীকার করায় ২০০৬ সালের ১৮ জুন ডাকাত শহীদের নির্দেশে আসামিরা সিরাজের দোকনের সামনে তার ভাই বাচ্চু মিয়াকে গুলি করে হত্যা করে।

এ সম্পর্কিত আরও খবর