ডেঙ্গু প্রতিরোধে সকলকে দায়িত্ব নেওয়ার আহ্বান মেয়র টিটুর

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-25 13:06:50

ডেঙ্গু প্রতিরোধে সকলকে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু।

তিনি বলেছেন, 'আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে এগিয়ে আসতে হবে। নিজেদের বাড়ির আঙিনা সবসময় পরিষ্কার রাখতে হবে। মশার যে সমস্ত প্রজননস্থল রয়েছে সেগুলো যেন আমরা নির্মূল করতে পারি, সেজন্য সকলকে একযোগে জোরালো পদক্ষেপ নিতে হবে। সবার সহযোগিতা ছাড়া ইচ্ছে করলেই হাজার হাজার কর্মী নিয়োগ দিয়েও এই কাজটি বাস্তবায়ন করা সম্ভব নয়।'

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে সিটি করপোরেশন মিলনায়তনে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর সকল পেশাজীবী, সামাজিক, স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠন ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ বিষয়ক এ মতবিনিময় সভা করেন মেয়র।

সবার আগে নিজেদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ইকরামুল হক টিটু বলেন, 'সিটি করপোরেশন যদি সর্বশক্তি দিয়ে ৩৩ ওয়ার্ডে একযোগে কাজ করে তবুও পার্শ্ববর্তী যে ইউনিয়নগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু অরক্ষিত থেকেই যাচ্ছে। সেজন্য আমাদের সকলের দায়িত্ব নিয়ে কাজগুলো করতে হবে। একে অপরকে সচেতন করতে হবে।'

যারা রাস্তায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন মেয়র টিটু।

তিনি বলেন, 'যারা রাস্তায় যত্রতত্র ময়লা-আবর্জনা ও নির্মাণ সামগ্রী ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে তাদেরকে মাইকিংয়ের মাধ্যমে প্রথমে সচেতন করা হবে। এরপরও কাজ না হলে আগামী ২০ আগস্টের পর থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।'

সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় এডিস মশা নিধনে ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠন ও এনজিও প্রতিনিধিদের কাছ থেকে নানা পরামর্শ গ্রহণ করেন সিটি মেয়র।

এ সম্পর্কিত আরও খবর