'শিক্ষক‌দের বেতন ও সামাজিক মর্যাদা বৃদ্ধি সম‌য়ের দা‌বি'

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 22:12:36

‌শিক্ষক‌দের বেতন ও সামাজিক মর্যাদা বাড়া‌নো সম‌য়ের দা‌বি ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন দুর্নীতি দমন ক‌মিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, 'জাতি শিক্ষক‌দের কাছে তাদের সন্তান তথা ভবিষ্যৎ প্রজন্মকে গচ্ছিত রাখে। তা‌দের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়বদ্ধতা আপনা‌দের র‌য়ে‌ছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার এ দায়িত্ব পালনে হতে হবে নির্মোহ। আপনাদের বেতন ও সামাজিক মর্যাদা অবশ্যই বৃদ্ধি করা সময়ের দাবি।'

মঙ্গলবার (৩০ জুলাই) যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা ব‌লেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, 'প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক তথা মা-বাবা, বিদ্যালয় পরিচালনা কমিটিসহ সবাইকে একই সুতায় গাঁথতে হবে। তা না হলে টেকসই উন্নয়নে শিক্ষার লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হ‌য়ে যা‌বে। বিদ্যালয়গুলোতে এমন পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে আনন্দ অনুভব করে। প্রতিদিন তারা যেন বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি আনন্দ নিয়ে বাড়ি যেতে পারে। এমন ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থী‌দের কোমল হৃদয়ে শিক্ষার প্রতি তীব্র আকর্ষণ সৃষ্টি হতে পারে। যা শিক্ষা ব্যবস্থায় মৌলিক ও ইতিবাচক পরিবর্তন আনতে পারে।'

ইকবাল মাহমুদ বলেন, 'প্রাথমিকের শিক্ষার্থীদের সুশিক্ষা ও উন্নয়নের ধারায় সম্পৃক্ত করা না গেলে অনেক চেষ্টাই ব্যর্থ হতে পারে। মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি বিনির্মাণের সূতিকাগার হচ্ছে প্রাথমিক শিক্ষা। দুর্নীতি দমন কমিশন ক্ষুদ্র পরিসরে হলেও শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতার চর্চা বিকাশে সততা সংঘ ও সততা স্টোর গঠন করছে। এগুলোকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দায়িত্ব সকলের।'

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে মতবিনিময় সভা ও মা সমাবেশে বিশেষ অতিথি হি‌সে‌বে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদের, খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর