কৌটায় আমের আচারে তেলের বদলে ফেনসিডিল!

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-28 12:11:41

প্লাস্টিকের কৌটায় আমের আচারে তেলের বদলে ফেনসিডিল দেওয়া হয়। এরপর সেই আচারের কৌটা নিয়ে যাওয়া হচ্ছিল ঢাকায়। এই অভিনব কায়দায় ফেনসিডিল পাচারকালে রাজশাহীতে পুলিশের হাতে আটক হয়েছেন এক যুবক।

শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাতে রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত কাওসার রহমানের (২৫) বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের দুরুল হুদার ছেলে।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, অভিনব কায়দায় একটি আচারের কৌটায় তেলের বদলে ৩০ বোতল ফেনসিডিল ভরা হয়েছিল। ব্যাগে করে সেগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন কাওসার। গোপন সংবাদের ভিত্তিতে বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, পাচারকারী কাওসারের বিরুদ্ধে শনিবার (২৭ জুলাই) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ সম্পর্কিত আরও খবর