বিদ্যুতের খুঁটি পোতা নিয়ে দ্বন্দ্বে ৪ ভাইয়ের বিরুদ্ধে মামলা!

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-23 08:58:35

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরের ভাটাপাড়া এলাকায় বিদ্যুতের খুঁটি পোতা নিয়ে বাকবিতণ্ডার জেরে চার ভাইয়ের নামে মামলা দায়ের করেছেন তাদের প্রতিবেশী। মামলায় বাড়িতে লুটপাট ও ১০ লাখ টাকা ডাকাতির অভিযোগ আনা হয়েছে।

মামলার বাদী আওয়ামী লীগের কর্মী হওয়ায় পুলিশ ঐ মামলায় আসামিদের ডেকে নিয়ে প্রতিদিন হয়রানি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মামলার আসামিরা হলেন- নগরীর ভাটাপাড়ার কাদির মণ্ডলের মোড় এলাকার শাহিন হোসেন, রফিকুল ইসলাম, মো. মাহিনুর ও আব্দুল সালাম। মামলার বাদী তাদেরই প্রতিবেশী নূর আলম।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৩ জুলাই শাহিন হোসেনের বাড়ির সামনের গলিতে বিদ্যুৎ অফিসের লোকজন খুঁটি পোতার জন্য আসেন। তবে সেখানে জোরপূর্ব খুঁটি পুঁততে বাধা দেন শাহিন ও তার ভাইয়েরা। ঐ সময় নূর আলমের পরিবারের সদস্যরা সেখানে খুঁটির পোতার পক্ষে মত দিলে শাহিন ও তার তিন ভাই বাদীর বাড়িতে গিয়ে আসবাবপত্র ভাঙচুর চালান এবং বাড়িতে থাকা নগদ ১০ লাখ টাকাসহ অন্যান্য দামি জিনিসপত্র লুট করে নিয়ে যান।

তবে অভিযোগের বিষয়ে মামলার প্রধান আসামি শাহিন বলেন, ‘ঐ খুঁটি পোতা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে, এটা সত্য। এরপর তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করলে আমার ছোট ভাই রাগের বশে এক টুকরো ইট নিয়ে তাদের বাড়ির দিকে ছুঁড়ে মারে। তাতে নূর আলমের বাড়ির একটি কক্ষের কাঁচ ভেঙে যায়। এর বেশি আর কিছুই হয়নি।’

জানতে চাইলে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসনে বলেন, ‘কেউ মামলা করলে নেওয়াটা আমাদের দায়িত্ব। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি মামলা মিথ্যা হয়, তবে সেভাবে প্রতিবেদন করা হবে। আর যদি সত্যতা পাওয়া যায়, তবে আদালতে চার্জশিট দাখিল করা হবে। পুলিশ কাউকে বিনা কারণে হয়রানি করবে না।’

এ সম্পর্কিত আরও খবর