রাজধানীতে বোমা উদ্ধার: দেশীয় জঙ্গি সংগঠন জড়িত থাকতে পারে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-22 15:48:12

রাজধানীর খামারবাড়ি এলাকার কাছাকাছি দুই জায়গা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারে ঘটনায় দেশীয় জঙ্গি সংগঠন জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী।

বুধবার (২৪ জুলাই) পুলিশ সদরদফতরের এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তু, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, ‘গতকাল রাতে খামারবাড়ি থেকে উদ্ধার হওয়া, যে বোমাগুলো পাওয়া গেছে। সেগুলোর সঙ্গে দেশীয় জঙ্গি সংগঠন জড়িত থাকতে পারে। তবে এটি খুবই প্রাথমিক ধারণা। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

অন্যদিকে, এই বোমাগুলোতে কতটুকু বোমার কন্টেন ছিল। সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষা চলছে। তারপর এটাও জানা যাবে এটা কতটা শক্তিশালী ছিল।

ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

 

এর আগে মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর খামারবাড়িস্থ বঙ্গবন্ধু চত্বরের পাশেই যে বোমা সাদৃশ্য বস্তু শনাক্ত করা হয়, সেটার অবস্থান ও শক্তি বোঝার জন্য রোবট দিয়ে পরীক্ষা করেছে বোমা নিষ্ক্রিয়কারী দল (বোম ডিসপোজাল ইউনিট)।

পরবর্তীতে বিস্ফোরণের মধ্য দিয়ে ওই বোমাগুলো নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। এ সময় বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে।

বুধবার (২৪ জুলাই) রাত ৩টার দিকে তেজগাঁও জোনের সহকারী কমিশনার মাহামুদ হাসান বার্তাটোয়েন্টিফোর.কম-কে এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: রোবট দিয়ে বোমা পরীক্ষা, বিস্ফোরণে নিষ্ক্রিয়

এ সম্পর্কিত আরও খবর