হজ পালনে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু, সৌদিতেই দাফন

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-26 22:34:19

সৌদি আরবে হজ পালনে গিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক নারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (১৭ জুলাই) সৌদি আরবের সময় ভোর ৪টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

মৃত কুলসুম বেগম (৫৫) গোদাগাড়ী পৌর এলাকার কাচারীপাড়া গ্রামের মৃত. মাওলানা এরফান উদ্দীনের স্ত্রী। বুধবার (১৭ জুলাই) বাদ জোহর (বাংলাদেশ সময় বিকেল ৪টা) সেখানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মৃত কুলসুম বেগমের বড় ছেলে গোদাগাড়ী সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, মঙ্গলবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৬টায় তার মা ও ছোট ভাই ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলাম হজ পালনের জন্য ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছে বুধবার সৌদি সময় ভোর ৪টার দিকে পায়ে হেঁটে কাবা শরীফে যাচ্ছিলেন। পথে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান।

মরহুমের ছেলে বলেন, 'আমার মা পবিত্র হজ পালনের জন্য সৌদি যান। তিনি নবীর রওজা মুবারক জিয়ারতের জন্য ব্যাকুল ছিলেন। কিন্তু সেই সুযোগ পাননি। তবে তিনি নবীর শহরে জান্নাতুল মোয়াল্লায় শায়িত হবেন। সবার কাছে আমি আমার মায়ের জন্য দোয়া চাই।'

এ সম্পর্কিত আরও খবর