স্বনামধন্য শিক্ষকদের ক্লাস প্রচারে ‘শিক্ষা টিভি'

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 15:26:38

ভালো ও স্বনামধন্য শিক্ষকদের ক্লাস প্রচারে `শিক্ষা টিভি' করার চিন্তা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

তিনি বলেন, `বাংলাদেশের বেশ কিছু জায়গায় ভালো স্কুল হয়েছে। সেখানে ভালো শিক্ষকও রয়েছেন, তাদের অনেকের সুনামও রয়েছে। প্রস্তাব আছে বিভিন্ন জায়গায় তাদের অতিথি শিক্ষক হিসেবে নিয়ে যাওয়ার। আমরা বলেছি এখন টেলিভিশনের দাম খুব কম। প্রত্যন্ত অঞ্চলের সব বিদ্যালয়ে টেলিভিশনের মাধ্যমে ভালো ভালো শিক্ষকদের ক্লাসগুলো একইসঙ্গে দেখাতে পারি। সেজন্য জাতীয় শিক্ষা টিভির বিষয়ে চিন্তা রয়েছে।’

সোমবার (১৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ডিসিদের সঙ্গে অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শিক্ষা টিভি করা গেলে প্রত্যন্ত অঞ্চলের যে শিক্ষকরা আছেন, তারাও ভালো শিক্ষকদের শেখানো পদ্ধতি থেকে উপকৃত হবেন। একইসঙ্গে শিক্ষার্থীরা যেখানেই থাকুক উন্নতমানের শিক্ষকদের পাঠদানের বিষয়ে জেনে উপকৃত হবে।’

ডিসিরা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় চান, সে বিষয়ে জানতে চাইলে দীপু মনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি প্রক্রিয়ার বিষয়। প্রস্তাব আসলে সেটি নিয়ে কি করা যায় সেটি আমরা ভেবে দেখব। তারা কিছু পরিকল্পনা ও প্রস্তাবও করেছেন। এর মধ্যে যেগুলো নিয়ে কাজ করা দরকার, সেগুলো নিয়ে কাজ করব।’

মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি ভার্সন চালুর প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষার মানোন্নয়নের জন্য আমাদের দক্ষতা অর্জন করতে হবে। শিক্ষার্থীরা বাংলা এবং ইংরেজি পড়তে, লিখতে, বলতে এবং শুনতে পারছে কিনা সেটি দেখতে হবে। যাতে তারা দক্ষতা অর্জন করতে পারে। গণিত বিজ্ঞানসহ সাধারণ যে বিষয়গুলো প্রয়োজন, সেগুলো যেন তারা শিখতে পারে। আর প্রাথমিক থেকেই মূল্যবোধ শিখে ভালো নাগরিক হতে পারে সেটি নিয়ে আমরা কথা বলেছি।’

সরকারি কর্মকর্তারা বিদ্যালয়গুলোতে কোটা চেয়েছেন, এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী সরকারি কোনো কর্মকর্তা বদলি হয়ে কোথাও গেলে, তাদের সন্তানরা সরকারি স্কুলে পড়ার সুযোগ পায়। সেখানে কোটার কোনো বিষয় নেই। কোটা ধরে রাখলে যেখান থেকে চলে আসবেন, সেখানকার জায়গাগুলো নষ্ট হয়। শিক্ষামন্ত্রণালয়ের কোটা ব্যবহার হয় না। সেটার প্রয়োজনীয়তা আছে কিনা সেটি বিচার বিবেচনা করা যেতে পারে।’

এছাড়া শিক্ষার্থীদের যৌন হয়রানির বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর