বর্জ্য ব্যবস্থাপনা সাউথ এশিয়ার জন্য চ্যালেঞ্জ: পরিবেশ মন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা টোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 00:04:04

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিন বলেছেন, 'সাউথ এশিয়ায় গ্লোবাল বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে যৌথভাবে কাজ করতে হবে'।

সোমবার (১৫ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে গ্লোবাল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

শাহাব উদ্দিন বলেন, 'আমাদের সবখানেই প্লাস্টিক পণ্য এত বেশি ব্যবহৃত হচ্ছে যা পরিবেশের জন্য ক্ষতিকর। প্লাস্টিক সহজে মাটির সঙ্গে মিশে যায় না, দ্রুত পচনশীল নয়- এ কারণে প্লাস্টিক পরিবেশের জন্য হুমকি। তাই বিশ্বব্যাপী প্লাস্টিকের ব্যবহার পরিহার করে পরিবেশবান্ধব পণ্য ব্যবহার করতে হবে'।

মন্ত্রী আরও বলেন, 'গ্লোবাল বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সাউথ এশিয়ার সকল দেশকে একসাথে কাজ করতে হবে। সাউথ এশিয়াতে প্রতি বছর প্রায় ৩৩৪ মিলিয়ন টন বর্জ্য উদপাদন হয়। এসব বর্জ্য সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। আমাদের অবশ্যই প্লাস্টিকের ব্যবহার বাদ দিয়ে পরিবেশবান্ধব পণ্য ব্যবহার করতে হবে। আমরা পাট পণ্য ব্যবহার করতে পারি। যা পরিবেশবান্ধব।

কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, অতিরিক্ত সচিব ড. এস এম মঞ্জুর হান্নান খান, সাউথ এশিয়ার কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের ডিরেক্টর জেনারেল ডা. আব্বাস বাসিরসহ আন্তর্জাতিক সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এ সম্পর্কিত আরও খবর