আজিজ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ফের রিমান্ডে

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 23:32:00

আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. তাজুল ইসলামের ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৪ জুলাই) বিকালে দুইদিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ফের সাতদিনের রিমান্ড আবেদন করে সিআইডি। এ সময় তার আইনজীবী আব্দুল হাই রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশেক ইমাম একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। 

গত বৃহস্পতিবার (১১ জুলাই) প্রাণনাশের হুমকি দিয়ে ১৬ লাখ টাকা অর্থ আত্মসাতের মামলায় আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অর্থ আত্মসাতের অভিযোগে সুফিয়া আক্তার নামে এক ভুক্তভোগী মো. তাজুল ইসলামসহ ৫জনের বিরুদ্ধে বংশাল থানায় এ মামলা করেন।

মামলার অপর আসামিরা হলেন, আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের ব্র্যাঞ্চ কন্ট্রোলার ও ব্যবস্থাপক লাকী খাতুন, শাখা ব্যবস্থাপক মো. দ্বীন মোহাম্মদ, নবাবপুর শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেন এবং ব্যাংকের উপদেষ্টা মো. নুরুন্নবী। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২০ অক্টোবর থেকে আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের নবাবপুর শাখা অফিসে বিভিন্ন মেয়াদে সুফিয়া আক্তার মোট ১৬ লাখ ৬৩ হাজার ৩৩৫ টাকা জমা রাখেন। ২০১৮ সালের ১৭ নভেম্বরসহ বিভিন্ন সময়ে ব্যাংকে গিয়ে গচ্ছিত টাকা তুলতে গেলে নবাবপুর শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেন সুফিয়া আক্তারকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানিয়ে বলেন, 'টাকা নেই, কোথা থেকে দেব?'

এরপর ব্যাংকের চেয়ারম্যান মো. তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে পাওনা টাকা ফেরত চান সুফিয়া আক্তার। তখন টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে টালবাহানার মাধ্যমে বিভিন্ন সময় ঘোরাতে থাকেন। সর্বশেষ চলতি বছরের ৬ মার্চ আসামিরা টাকা দেবে না জানিয়ে সুফিয়া আক্তারকে প্রাণনাশের হুমকি দেন।

এ সম্পর্কিত আরও খবর