বিকেএসপি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-17 18:45:24

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) আইন-২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৪ জুন) সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন সম্পর্কে নিশ্চিত করেন।

তিনি বলেন, 'এই আইনে বোর্ড সদস্য সংখ্যা সংক্রান্ত একটি পরিবর্তন আনা হয়েছে। এখানে আগে চারজন সদস্য সভায় উপস্থিত থাকলে কোরাম হবে বলে উল্লেখ ছিল। নতুন আইনে সেই স্থলে কোরাম পূরণের ক্ষেত্রে বলা হয়েছে, সেক্ষেত্রে এক তৃতীয়াংশ সদস্য উপস্থিত থাকতে হবে।'

মন্ত্রীপরিষদ সচিব জানান, আগের আইনে বছরে বোর্ড সভা কয়টি হবে তা নির্ধারিত ছিল না, বর্তমান আইনে বছরে কমপক্ষে দুইটি মিটিং করতে হবে। এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রীর পদস্থ ব্যক্তি। এছাড়া উক্ত মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে ২০ সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠিত হবে।

মনোনীত সদস্য এই বোর্ডের তিন বছর মেয়াদে থাকতে পারবেন বলেও জানান শফিউল আলম।

এ সম্পর্কিত আরও খবর