সমালোচনার আগে নিজেদের ঐক্য ধরে রাখার আহ্বান তথ্যমন্ত্রীর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 20:02:41

সমালোচনার আগে নিজেদের ঐক্য ধরে রাখতে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে বাজেট বিষয়ে ড. কামালের বক্তব্যের জবাবে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘গণফোরাম সভাপতিকে আমি অনুরোধ জানাবো তার নিজের ঐক্য সেটি ধরে রাখার জন্য। ঐক্যফ্রন্ট থেকে অনেকে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারা যেখানে নিজেদের ঐক্য ধরে রাখার জন্য হিমশিম খাচ্ছেন, সেখানে কিভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে সেটি বোধগম্য নয়।’

বাজেটকে মাহমুদুর রহমান মান্না ফোর টুয়েন্টি বলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাহমুদুর রহমান মান্না দীর্ঘদিন ছাত্ররাজনীতি করেছেন, তার কাছে এমন অশোভন বক্তব্য কখনোই আশা করিনি। সমালোচনার মধ্যেও ভদ্রতা থাকতে হয়। অবশ্যই সবকিছুর সমালোচনা থাকবে। কিন্তু তিনি যে ভাষায় সমালোচনা করেছেন, আমি প্রার্থনা করব বারবার দল বদলের জন্য তাকে যেন মানুষ ফোর টুয়েন্টি রাজনীতিবিদ না ভাবে, সেটি আমার প্রার্থনা এবং কামনা।

তিনি বলেন, ‘গত ১০ বছর বাজেট দেয়ার পর বিএনপি-সিপিডিসহ অন্যরা এই ধরণের সমালোচনা করেন। তারা কয়েকটি গৎবাঁধা সমালোচনা করেন। তিনটি বিষয় তারা বারবার বলেন, ‘বাজেট উচ্চাভিলাষী, বাস্তবানযোগ্য নয়, গরীব মানুষের কল্যাণ বয়ে আনবে না। বাজেট ঘোষণার পরপর এসব গৎবাঁধা কথা থাকবেই। দশ বছরের মাথাপিছু আয় সাড়ে তিনগুণ বৃদ্ধি পেয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা আড়াইগুণ বৃদ্ধি পেয়েছে। প্রতিবার ভুল বাজেট দিলে এমন উন্নয়ন কিভাবে হলো।’

তিনি বলেন, ‘বাজেট বাস্তবায়নের হার শতকরা ৯৫ ভাগ বাস্তবায়ন হয়েছে। কোনো কোনো বছর তার চেয়ে বেশি হয়েছে। উন্নয়ন বাজেট ৯০ ভাগ বাস্তবায়ন হয়েছে। তারপরেও তারা বলছে বাস্তবায়ন হয়নি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রের স্বপ্ন থাকতে হয়, সেজন্য উচ্চাভিলাষী বাজেট দিতে হয়। সেজন্য দেশ এগিয়ে গেছে। বিএনপি সিপিডি এমনভাবে সমালোচনা করেন, তাতে মনে হয় তারা সমালোচনার জন্য গবেষণা করেন। বিশ্ব ব্যাংক বলছে বাংলাদেশ এগিয়েছে। তাদের চেয়ে কী সিপিডির গবেষণা বেশি ভালো। অর্থবহ সমালোচনা করুন। রাজনৈতিক সমালোচনার সময় ভদ্রতা বজায় রাখবে সেটি প্রত্যাশা।’

এই বাজেট চমৎকার, ব্যবসাবান্ধব ও কর্মসংস্থান বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর