অনেকেই আছে যাদের কিছুই ভালো লাগে না: প্রধানমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 00:12:26

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমাদের দেশে কিছু লোক আছে যাদের একটা মানসিক অসুস্থতা রয়েছে, তাদের কিছুই ভালো লাগে না। আপনি যত ভালো কাজই করেন, তার কোনো কিছুতে ভালো খুঁজে দেখে না। যখন দেশে একটা গণতান্ত্রিক পদ্ধতি থাকে, যখন দেশে অর্থনৈতিক উন্নতি হয়, সাধারণ মানুষের উন্নতি হয় তখন তারা কোন কিছুই ভালো দেখে না। সবকিছুতেই কিন্তু খোঁজে।'

শুক্রবার (১৪ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাজেট নিয়ে সমালোচনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বলেন, 'অনেকেই আছে তাদের একটা কিছু বলতে হবে। আবার এত সমালোচনা করেও আবার বলবে, আমরা কথা বলতে পারি না। এ রোগটাও আছে আর কি। এটাও অনেকটা অসুস্থতার মতো।'

তিনি বলেন, 'আমার কথা হচ্ছে আমার সাধারণ জনগণ খুশি কি না? সাধারণ মানুষ ভালো করতে পারছে কি না? এটাই হচ্ছে বড় কথা। এটা আমাদের ১১ তম বাজেট। আজকে সে বাজেটেরে শুভ ফলটা কিন্তু একেবারে গ্রামের মানুষের কাছে পৌঁছাবে।'

শেখ হাসিনা বলেন, 'আর এই ভালো না লাগা পার্টি রয়েছে, তাদের কোন কিছুতেই ভালো লাগবে না। তারা কি গবেষণা করেন তাও আমি জানি না। আর গবেষণা করে তারা দেশের জন্য কী আনতে পারলেন সেটাও বলতে পারব না। তবে এটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই। আমি শুধু এটুকু বলব, দেশকে দারিদ্র মুক্ত করা, দেশকে উন্নত করা, সমৃদ্ধশালী করা এবং স্বাধীনতার সুফলটা যেন দেশের প্রতিটি মানুষের ঘরে পৌঁছায়, সেটাই আমাদের লক্ষ্য। সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করি।'

সংবাদ সম্মেলনে মঞ্চে আরও উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

এ সম্পর্কিত আরও খবর