জঙ্গিবাদ দমনে বাংলাদেশ রোল মডেল: মনিরুল ইসলাম 

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 05:49:32

জঙ্গিবাদ দমনে বিশ্বের বুকে বাংলাদেশ রোল মডেল বলে মনে করেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের মিলনায়তনে 'সহিংস উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের করণীয়' শীর্ষক দিনব্যাপী এক সেমিনারে বক্তব্যকালে তিনি একথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, ‘জনগণের ঐক্যবদ্ধতার কারণেই বাংলাদেশ জঙ্গিবাদ দমনে সফল হয়েছে। তাই তো বিশ্বে প্রযুক্তিতে এগিয়ে থাকা বিভিন্ন দেশ বাংলাদেশকে অনুসরণ করে জঙ্গিবাদ দমনে। জঙ্গিবাদ দমনে বিশ্বের বুকে বাংলাদেশ রোল মডেল।’

মনিরুল ইসলাম বলেন, ‘২০০৯ সালে প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিলেন। বাংলাদেশ কিভাবে হলিআর্টিজানের পরে এ ভয়াবহ অভিশাপ জঙ্গিবাদ নিয়ন্ত্রণে কাজ করেছে, সেটি জানার জন্য আমাদেরকে বিভিন্ন সময় তাদের দেশে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছে। আবার আমাদের দেশে এসেও আমাদের সঙ্গেও কথা বলেছেন। এটি সম্ভব হয়েছে দেশের জনগণ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন বলে।’

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘সতর্ক থাকতে হবে আপনার সন্তান আবদ্ধ রুমে ইন্টারনেটে কি করছে সে বিষয়। কারণ ইন্টারনেটে শান্তির ধর্ম ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মের নামে বিভ্রান্তির সৃষ্টি করছে কেউ কেউ। আর এটিকে ঘিরেই সৃষ্টি হচ্ছে দ্বন্দ্ব-সংঘাতের।’

এ সম্পর্কিত আরও খবর