বৃক্ষরোপণের মাধ্যমে মহাত্মা গান্ধীকে স্মরণ

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 02:15:37

বিশ্বব্যাপী পরিবেশ সুরক্ষায় ভারতের জাতির পিতা বিশ্বনেতা মহাত্মা গান্ধীর অসামান্য অবদান ছিল। অহিংস রাজনীতির কারণে তিনি যেমন পরিচিত ছিলেন, তেমন পরিবেশ রক্ষায়ও ছিলেন অবিসংবাদিত নেতা। তার ১৫০তম জন্মদিন উদযাপন উপলক্ষে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ বৌদ্ধ  কৃষ্টি প্রচার সংঘ।

বুধবার (১২ জুন) বিকালে রাজধানীর সবুজবাগে বাংলাদেশ বৌদ্ধ  কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত মহাত্মা গান্ধীর জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই-কমিশনার রিভা গাঙ্গুলী দাস। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদী স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে রিভা গাঙ্গুলী দাস বলেন, ‘বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন উপলক্ষে গান্ধীজিকে স্মরণ করা হচ্ছে। পরিবেশের জন্য তার বিশেষ অবদান ছিল। উনাকে শান্তির দূত বলা হয়। আমাদের লক্ষ্য থাকবে গাছ লাগানোর মধ্য দিয়ে গান্ধীজিকে স্মরণ করা, মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা।’

তিনি বলেন, ‘গান্ধীজি বলতেন, মেয়েরা শিক্ষিত হলে পুরো সমাজ শিক্ষিত হয়। আজ এখানে অনেক মেয়ে আসছেন। এটা গান্ধীজির একটা বড় শিক্ষা ছিল।’

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘শুধু ভারত নয়, মহাত্মা গান্ধী বিশ্বনেতা। আজ এখানে গাছ লাগনোর মাধ্যমে গান্ধীজিকে স্মরণ করা হলো। এই বৃক্ষরোপণের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে।’

এ সম্পর্কিত আরও খবর