গৃহবধূ হালিমা হত্যায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-08-24 00:24:50

খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামের গৃহবধূ হালিমা বেগম হত্যা মামলায় আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১২ জুন) দুপুর ১২টায় খুলনা জেলা ও দায়রা জজের বিচারক মো. মশিউর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামি রফিকুল ইসলামকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামি রফিকুল ইসলাম ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. কাজী আবু শাহিন জানান, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর চন্দনীমহল গ্রামের রফিকুল ইসলাম একই গ্রামের মো. জিন্নাত আলী শেখের বাড়িতে যান। সেখানে গিয়ে তার স্ত্রী হালিমা বেগমের কাছে পাঁচ হাজার টাকা ধার চান। হালিমা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানান। পরে তার গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন রফিকুল ইসলাম।

এ ঘটনায় ওই দিনই নিহত হালিমা বেগমের স্বামী মো. জিন্নাত আলী শেখ বাদী হয়ে দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দিঘলিয়া থানার উপপরিদর্শক শেখ লুৎফর রহমান।

মামলায় ২৭ জন সাক্ষীর মধ্যে ২৫ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রজব আলী।

এ সম্পর্কিত আরও খবর