ঐতিহ্যের দোহাই দিয়ে পাশে থাকার আহ্বান আড়ংয়ের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 03:56:23

ঈদের আগেই দেশজুড়ে আলোচনায় আড়ং। পণ্যের অতিরিক্ত দাম রাখায় আড়ংয়ের উত্তরার ফ্ল্যাগশিপ আউটলেটে জরিমানা ও বন্ধ ঘোষণা করার পরপরই আড়ং নিয়ে নানা অভিযোগ জানিয়ে সরব হয়ে ওঠেন ক্রেতাসহ সাধারণ মানুষ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে বেছে নেন তাদের ক্ষোভ প্রকাশের প্লাটফর্ম হিসেবে।

কেউ কেউ আড়ংয়ের পোশাক পুড়িয়ে প্রতিবাদ করেছেন, কেউ মানববন্ধন করেছেন, আবার কেউ কেউ আড়ংয়ের নানা অনিয়ম নিয়ে ফেসবুকে সরব হয়েছেন। শুধু তাই নয়, মানুষের বয়কটের ঘোষণার মুখে মঙ্গলবার (৪ জুন) সকাল থেকে অনেকটা সময় এক রকম ক্রেতাশূন্য ছিল আড়ংয়ের কয়েকটি আউটলেট। এছাড়া তাদের ফেসবুক পেজের লাইকও দ্রুত কমতে থাকে।

এমন অবস্থায় নিজেদের সুনাম অক্ষুণ্ণ রাখতে ফেসবুককে বেছে নিয়েছে আড়ং। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে আড়ং তার ঐতিহ্য ও ব্যবসায়ীক সততা তুলে ধরার চেষ্টা করে। তবে স্ট্যাটাসের নিচে আড়ংয়ের এ অবস্থানের তীব্র নিন্দা জানান নেটিজেনরা (ইন্টারনেট ব্যবহারকারী)।

পাঠকদের জন্য আড়ংয়ের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো: 'গত ৪০ বছর ধরে বাংলাদেশের লাখো মানুষ আড়ং এর উপরে আস্থা রেখে চলেছেন। তাঁদের দৈনন্দিন জীবন এবং উৎসবের রঙিন মুহূর্তগুলোয় আড়ং-কে সঙ্গী করেছেন, সেজন্য আমাদের অশেষ কৃতজ্ঞতা। আমরা নিশ্চিত করতে চাই যে ঈদ বা অন্য কোনো উৎসবের আগে কখনোই আড়ং পণ্যে দাম বাড়ায় না। মূল্যতালিকায় কোনো অসঙ্গতি চোখে পড়লে যে কোনো সময় সম্মানিত ক্রেতারা অভিযোগ জানাতে পারেন সংশ্লিষ্ট আউটলেটে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ি অতিরিক্ত মূল্যের সমপরিমাণ অর্থ ক্রেতাকে ফেরত দেয়ার ব্যবস্থা আড়ং-এর সব আউটলেটে অনেকদিন আগে থেকেই রয়েছে। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কল করুন আড়ং-এর কাস্টমার কেয়ার নম্বরে: ০৯৬৭৮৪৪৪৭৭৭ (প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা, শুধুমাত্র ঈদ এবং ঈদের পরের দিন বন্ধ)। এছাড়াও, নিকটস্থ আড়ং আউটলেটে যোগাযোগ করে অথবা আমাদের ফেইসবুক পেইজের ইনবক্সে আপনার প্রশ্ন জানাতে পারেন। আন্তরিক ধন্যবাদ আড়ং এবং এর শিল্পী-কারিগরদের সাথে থাকার জন্য যারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে।'

আড়ংয়ের ফেসবুক ভেরিফাইড পেজে স্ট্যাটাসটি দেওয়ার পর বিগত ছয় ঘণ্টায় ১১ হাজারেরও বেশি কমেন্ট পড়েছে। যার অধিকাংশ নেটিজেনই আড়ংয়ের অবস্থানের বিপক্ষে মতামত দিয়েছেন।

আরও পড়ুন: আড়ং বন্ধ করা উপপরিচালক মনজুরকে বদলি

নিচে এমন কিছু মন্তব্য পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

Sadya Meem: ‘আর কত চুরি চামারি? দেশীয় সংস্কৃতি ট্যাগ দিয়ে এমন ব্র্যান্ডিং করে আর কতদিন? মানুষ কি আয়োডিন স্বল্পতায় ভুগে নাকি নিজেদের চালাক মনে করেন বেশি? আপনাদের কাপড়ের যে পোশাক অগুলো এখন আর মন টানেনা। সাথে প্রাইজ ট্যাগ তো আছেই। বরং আপনারা ক্ষমা চাইতে পারেন, আর এমনটা হবেনা বলে নিশ্চিন্ত করতে পারেন। দেশ আর দেশের মানুষের প্রতি একটুও দায় নাই? নাকি ব্যাবসা টাই সব? আপনাদের শাস্তি দেখে দেশের এইসব দেশীয় সংস্কৃতি ট্যাগওয়ালারা জানুক চোরের দশদিন, গৃহস্থের একদিন!’


আলী আজম রোকন: ‘বাটপারি ছাড়েন, আপনারা হলেন ভদ্রবেশী ডাকাত। ভুল না হয় হইছে কিন্তু যা মাসল পাওয়ার দেখাইলেন..... নিজের রাগ মোচন করতে গিয়ে সৎ অফিসারকে বদলী করালেন। কি ভাবছেন মানুষ এখনো বলদ আছে?? কিছু বুঝে না??? ধান্দাবাজী ছাড়েন, নাহলে ডান্ডা নিয়ে কোনদিন পাবলিক নেমে পড়বে তার গ্যারান্টি নাই।’

Md. Rabiul Islam: ‘আপনারা প্রতারণা করেছেন আর আমরা সাধারণত মানুষ প্রতারিত হয়েছি। গতকাল প্রমাণ হবার পরেও আপনারা কিভাবে আসেন সাধারণ মানুষকে বুঝাতে আপনাদের পণ্য কেনার জন্য। বাটপারি নিজের ছেলেমেয়েদের সাথে করুণ। ৭১ - এর রাজাকার আর আপনাদের মধ্যে কোন পার্থক্য আছে কি??? লজ্জা, লজ্জা.....ছি, ছি...’

Muhammad Waliur Rahman: ‘আপনাদের ক্ষমতা না দেখালে পারতেন! সরকারি কর্মকর্তাকে বদলি করা পর্যন্ত আপনাদের পাশেই ছিলাম। যেহেতু আপনাদের এত ক্ষমতা, আশা করি আপনাদের কোন ভোক্তার প্রয়োজন হবে না। আপনারা রাস্তাঘাটে চুরি-চামারি আর ছিনতাই করে ইনকাম আরো বাড়াতে পারবেন! সেই কাজে শুভকামনা রইল!’

আরও পড়ুন: আড়ংয়ের শার্ট পুড়িয়ে রাবি শিক্ষার্থীর প্রতিবাদ



 

আরও পড়ুন: উত্তরা আড়ংকে ৪ লাখ টাকা জরিমানা, সাময়িক বন্ধ ঘোষণা

 

 

এ সম্পর্কিত আরও খবর