‘এবার সড়কপথে স্বস্তির ঈদযাত্রা’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 17:32:26

পরিবহন ও সড়কে শৃঙ্খলা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে বহুদিন পর এবার সড়কপথে ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে বলে মনে করেন তিনি।

সোমবার (০৩ জুন) বেলা ১২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘টার্মিনালগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আছে। এ ব্যাপারে মালিকরা বলছেন, ঈদের সময় যখন বাসগুলো ঢাকা থেকে দূরপাল্লায় যায়, তখন যাওয়ার পথে যাত্রী পেলেও আসার পথে খালি আসতে হয়। আমরা বলেছি, সারা বছর আয় করেন, ঈদে একটু সংযম করেন। তবে এতে কতটুকু কাজ হবে জানি না। সব কথায় কাজ হলে দেশ সোনার বাংলাদেশ হয়ে যেত। বিপদে পড়ে জনগণ, বিপদ আমরা সৃষ্টি করি, প্রভাশালীরা।’

‘মহাসড়কে যানজটের কোনো খবর নেই। আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতায় বহুদিন পর এটা স্বস্তিদায়ক জায়গায় এসেছে। শুধু ঈদ নয়, সারা বছরই এমন স্বস্তিদায়ক রাস্তা থাকবে বলে আশা করে জনগণ। আমি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নই। তারপরও অধিদফতর ও দফতরগুলোতে গিয়ে মিটিং করেছি যাতে এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন হয়,’ যোগ করেন মন্ত্রী।

ঢাকার জানজট নিরসনের ব্যাপারে মন্ত্রী বলেন, ‘ঢাকা সিটিতে যানজট নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। আমি ঈদের পরেই মেয়রদের সঙ্গে মিটিং করব। বছরের পর বছর ধরে ঢাকা শহরে বিশৃঙ্খলা চলছে। এখানে আমাদেরও কিছু পরিকল্পনা আছে। দিস্তার পর দিস্তা কাগজ আমরা পরিকল্পনায় নষ্ট করেছি। এখন আমরা কিছু উদ্যোগ নেব।’

‘বিআরটিসির নতুন গাড়িগুলো আমাদের জনগণের দূরপাল্লায় যাতায়াতে ভালো ভূমিকা রেখেছে। হিমাচল পরিবহন প্রতি বছরই অতিরিক্ত ভাড়ার জন্য অভিযুক্ত হয়। আমি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) বলেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। বগুড়ার শাহ ফতেহ আলী পরিবহন এবং হানিফ পরিবহনকে আমরা জরিমানা করেছি। এতে বোঝা যায়, বারবার বলার পরও তারা ভালো হননি,’ যোগ করেন মন্ত্রী।

বাসমালিকদের কাছে কি সরকার পরাজিত? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা জয় পরাজয়ের বিষয় নয়। এটা মানসিকতার বিষয়। আমরা বিষয়টি সিরিয়াসলি দেখছি। আমাদের ব্যবস্থা নেওয়ার বিষয়টি যাতে বাস্তবে যথাযথভাবে প্রয়োগ হয় সে বিষয়টিও আমরা দেখছি।’

তিনি বলেন, ‘শুধুমাত্র অবকাঠামোগত পরিবর্তনের মাধ্যমে যানজট নিরসন সম্ভব নয়। মানুষের মানসিকতার পরিবর্তন প্রয়োজন।’

এ সম্পর্কিত আরও খবর