চট্টগ্রামে ঈদে কড়া পাহারায় থাকবে পুলিশ

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-08-24 03:51:21

ফাঁকা চট্টগ্রামে কড়া পাহারায় থাকবে পুলিশ। নগরীতে মোবাইল টিম, টহল টিমসহ মোট পাঁচ হাজার পুলিশ পাহারা দেবে।

রোববার (২ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমান বার্তা২৪.কম-কে এ তথ্য জানান।

সিএমপি কমিশনার বলেন, 'ঈদে বাসাবাড়ি ফেলে গ্রামে ছুটে যায় মানুষ। তাই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'

মাহবুবুর রহমান বলেন, 'আমি নগরবাসীর মন জয় করতে চাই। পুলিশকে নগরবাসী সহযোগিতা করবে। পুলিশও নগরবাসীকে সেবা দেবে। এতে পুলিশ স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারবে। কিন্তু কোন অপরাধীর সাথে পুলিশের কোন সম্পর্ক থাকতে পারবে না।'

তিনি আরও বলেন, 'মাদকের বিরুদ্ধে সরকারে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করতে চাই। মাদকের সঙ্গে কোনো পুলিশ জড়িত থাকলেও ছাড় পাবে না।'

এদিকে কর্মজীবী মানুষেরা নগর ছাড়তে শুরু করেছে। নগরীর প্রত্যেকটি বাস কাউন্টার, রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষ ভিড়। নগর ফাঁকা হওয়ার সুযোগে কেউ যেন নাশকতা সৃষ্টি করতে না পারে সেই জন্য পুলিশ সর্তক রয়েছে। পুলিশের বিশেষ টিম, গোয়েন্দা পুলিশ, নারী পুলিশ ও সাদা পোশাকে পুলিশ থাকবে নগরজুড়ে।

এ সম্পর্কিত আরও খবর