গাইবান্ধায় ধানের দাম মণ প্রতি ১০৪০ টাকা দাবি কৃষকদের  

ঢাকা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা | 2023-08-29 09:41:18

 

গাইবান্ধার কৃষকদের কাছ থেকে সরাসরি ১০৪০ টাকা মণ দরে ধান কেনার দাবি জানিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে কৃষকরা।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে বাংলাদেশ কৃষক সমিতি, গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

কৃষক সমিতি গাইবান্ধা জেলা সভাপতি সুভাষ শাহ রায়ের সভাপতিত্বে প্রায় দুই ঘণ্টাব্যাপী অবস্থান চলাকালে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, কৃষক নেতা তাজুল ইসলাম, জাহাঙ্গীর মাস্টার, জাহাঙ্গীর আলম মন্ডল।

এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, ক্ষেতমজুর সমিতির জেলা যুগ্ম আহবায়ক তপন দেবনাথ, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার প্রমুখ।

বক্তাগণ অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ১০৪০ টাকা দরে ধান কেনার ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোড় দাবি জানান।

এ সম্পর্কিত আরও খবর