বৃষ্টির অপেক্ষায় চট্টগ্রামবাসী

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-09-01 13:37:26

ঘূর্ণিঝড় ফণীর রেশ কেটে যেতেই তাপপ্রবাহে অতিষ্ঠ চট্টগ্রামের জনজীবন। রমজান মাস হওয়ায় গরমের তীব্রতা সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই গরমে অনেকেই রোজা রাখতে পারছেন না। নাগরিকদের স্বস্তি ফিরতে আরও দু একদিন বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে জানিয়েছে আবহাওয়া অফিস।

চট্টগ্রামে সকালে তাপমাত্রা কিছুটা কম থাকলেও, বেলা বাড়তে থাকলে তাপমাত্রা মাত্রা বৃদ্ধি পায়। চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অধিদফতর পূর্বাভাস দিয়ে জানিয়েছে আগামী সোমবার বা মঙ্গলবার চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন: রোববার বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

শনিবার (১১ মে) দুপুরে চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের পরে এই তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে।

চট্টগ্রাম পতেঙ্গা অধিদফতরের আবহাওয়াবিদ ফরিদ আহমেদ বার্তা২৪.কমকে বলেন, ‘মৌসুম হিসেবে তাপমাত্রা বিরাজমান রয়েছে। তবে বৃষ্টি না হওয়ায় তাপমাত্রার মাত্রা কমছে না। ধারণা করছি আগামী সোমবার বা মঙ্গলবার বৃষ্টি হতে পারে। এরপরে তাপমাত্রা কমে সহনীয় পর্যায়ে আসবে।’

এ সম্পর্কিত আরও খবর