অসহায়দের দ্রুত আইনি সেবা দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 21:38:33

অসহায় বিচারপ্রার্থীদের দ্রুত আইনি সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, ‘আর্থিকভাবে অস্বচ্ছল যে কেউ আইনগত সহায়তা পাবে, এটা তার অধিকার। কারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মূল সংবিধানেই গণতন্ত্র, মানবাধিকার, সামাজিক সুবিচার ও সমতা- এই চার মূলনীতিসহ বিচার প্রক্রিয়ায় ধনী-দরিদ্র নির্বিশেষে সকল নাগরিকের প্রবেশাধিকারের বিধান সন্নিবেশ করে গেছেন।’

রোববার (৫ মে) সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘উচ্চ আদালতে সরকারি আইনি সেবা: চলমান প্রক্রিয়া ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আইনমন্ত্রী বলেন, ‘জেলা লিগ্যাল এইড অফিসগুলোকে এখন শুধু আইনি সহায়তা প্রদানের কেন্দ্র হিসেবে সীমাবদ্ধ নয়, মামলা জট কমানোর লক্ষ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। এ জন্য ২০১৫ সালে আইনি পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা প্রণয়ন করে লিগ্যাল এইড অফিসারদেরকে আইনি ক্ষমতা দেওয়া হয়েছে। এ ক্ষমতাকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে ২০১৭ সালে দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট ধারা সংশোধন করা হয়েছে। ফলে অনেক অসহায় মানুষ এখন বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সেবা পাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘সরকারি আইন সহায়তা কার্যক্রম সত্যিকারভাবে কার্যকর করার ক্ষেত্রে প্যানেল আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

আনিসুল হক জানান, দেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতের আদালতের কোনো রায় বা আদেশে সংক্ষুব্ধ এবং উচ্চ আদালতে আপিল, রিভিশনে আগ্রহীদের জন্য ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টে লিগ্যাল এইড অফিসের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের পর্যন্ত সুপ্রিম কোর্টে লিগাল এইড অফিস থেকে ৭ হাজার ১৬৯ জনকে আইনি পরামর্শ সেবা এবং ২ হাজার ৪৩৭ জনকে মামলায় সহায়তা সেবা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এই কার্যক্রমকে আরও বিস্তৃতি ও গতিশীল করতে ইতোমধ্যে সেখানে একজন অতিরিক্ত জেলা জজকে পূর্ণকালীন লিগ্যাল এইড অফিসার হিসেবে নিয়োগের জন্য পদ সৃজন করা হয়েছে। একইসঙ্গে ৭টি সহায়ক কর্মচারীর পদ সৃজন করা হয়েছে। এসব পদে খুব শিগগিরই লোক নিয়োগ দেওয়া হবে।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- অ্যাটোর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মো. আমিনুল ইসলাম ও বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।

এ সম্পর্কিত আরও খবর