সড়ক দুর্ঘটনার ওপর গবেষণা জরুরি: শাজাহান খান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 02:32:48

পৃথিবীর কোনো দেশে দুর্ঘটনা ঘটিয়ে সঙ্গে সঙ্গে চালক পালিয়ে যায় না। দুর্ঘটনা নিয়ে যারা গবেষণা করে তারা সঙ্গে সঙ্গে এসে কী কারণে দুর্ঘটনা ঘটেছে সেটা বের করতে পারে। কিন্তু বাংলাদেশে এ ব্যবস্থা নেই। তাই সড়ক দুর্ঘটনার ওপর গবেষণা করা জরুরি বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান।

রোববার (৫ মে) দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাবে দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন।

শাজাহান খান বলেন, `সড়ক দুর্ঘটনা ঘটলে রিসার্চ করা অতীব জরুরি। তার একটি কারণ আমি তুলে ধরছি। মিশুক মুনীর দুর্ঘটনার মামলায় পুলিশের দেওয়া রিপোর্ট এবং বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট এই দুর্ঘটনায় রিসার্চ করে যে রিপোর্ট দিয়েছিল, সেটি কিন্তু ভিন্ন ছিল।’

সড়ক দুর্ঘটনা তদন্ত প্রসঙ্গে শাজাহান খান বলেন, `সড়ক দুর্ঘটনায় তদন্তের ক্ষেত্রে শুধুমাত্র বাস চালকদেরকে দোষী না করে যথাযথ তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা উচিত। শুধুমাত্র চালকের কারণে দুর্ঘটনা হয় না, যাত্রী বা রাস্তার ত্রুটি থাকতে পারে। অনেক কারণেই দুর্ঘটনা ঘটতে পারে। তাই সড়ক দুর্ঘটনায় যথাযথ তদন্ত করা উচিত।’

পরিবহনের এই নেতা বলেন, ‘সড়ক পরিবহনকে বাদ দিয়ে বা পরিবহন শ্রমিকদের উপেক্ষা করে দেশ তো চলবে না। টাকা জোগাড় করে দ্রুত গাড়ি কেনা যত সহজ একজন প্রশিক্ষক চালক তৈরি করা তত সহজ নয়। এই বিষয়টি গুরুত্বের সঙ্গে ভেবে পরিবহন খাতে দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ নিতে হবে। পরিবহনের সঙ্গে যুক্ত গাড়ি সড়ক ব্যবস্থাপনা, চালক, শ্রমিক, মালিক, প্রশাসনকে বিবেচনায় না নিয়ে শুধু চালকদের জন্য কঠোর আইন ও শাস্তির ব্যবস্থা কোনো মতেই নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করবে না।’

শাজাহান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, হাইওয়ে পুলিশ সুপার শফিকুর রহমান, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, অভিনয়শিল্পী রোকেয়া প্রাচীসহ আরও অনেকেই।

এ সম্পর্কিত আরও খবর