‘ফণী’ বাংলাদেশে আঘাত হানলে ভয়াবহ ক্ষতির শঙ্কা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-27 16:01:07

প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ফণী’। এর গতিবেগ আগে প্রতি ঘণ্টায় ২০ কিলোমিটার থাকলেও তা বেড়ে এখন প্রতি ঘণ্টায় ২৭ কিলোমিটার বিরাজ করছে।

বুধবার (১ মে) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঘূর্ণিঝড় ফণী’র বিষয়ে বৈঠকে আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমানে শক্তিশালী এই ঘূর্ণিঝড় বাংলাদেশ থেকে ১ হাজার কিলোমিটার দূরে বর্তমানে গভীর সমুদ্রে অবস্থান করছে। এটি যদি গভীর সমুদ্র থেকে সরাসরি মংলা হয়ে বাংলাদেশে আঘাত হানে, তাহলে ভয়াবহ ক্ষতির শঙ্কা রয়েছে। আর যদি এটি ভারতের পশ্চিম বঙ্গ এবং ওড়িশা হয়ে আমাদের দেশে আসে তাহলে তা অনেকটাই হালকা হয়ে যাবে। এতে ক্ষতির শঙ্কা কম থাকবে।’

আবহাওয়া অধিদফতরের পরিচালক বলেন, ‘ইতোমধ্যে ভারতের পশ্চিম বঙ্গ এবং ওড়িশায় রেড এলার্ট জারি করেছে ভারত সরকার। বর্তমানে বাংলাদেশের সমুদ্র বন্দর এলাকাগুলোতে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। তবে এটি পরবর্তীতে ৫, ৬ বা ৭ নম্বর সংকেতে উন্নীত হতে পারে। এ বিপদ সংকেত বেড়ে যদি ৮, ৯ বা ১০-এ উন্নীত হয়, তাহলে তা হবে মহাবিপদ সংকেত।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভয়ঙ্কর ফোনির প্রভাবে সমুদ্রবন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

আরও পড়ুন: ভয়ঙ্কর 'ফোনি' ওড়িশায় আঘাত হানবে, বাংলাদেশেও প্রভাব পড়বে

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘ফোনি’র প্রভাবে সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

আরও পড়ুন: তীব্র গরমের পর আসছে ঘূর্ণিঝড় ‘ফোনি’

এ সম্পর্কিত আরও খবর