‘চট্টগ্রামকে বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তুলব’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট চট্টগ্রাম বার্তা২৪.কম | 2023-08-26 00:46:41

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ডলফিন বলেছেন, `চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনের জন্য প্রকল্প চলমান আছে। জলবদ্ধতা নিরসন হতে আরও কয়েক বছর সময় লাগবে। তবে এ বিষয়টিতে আমার প্রধান চেষ্টা থাকবে। আমি চট্টগ্রামকে বিশ্বমানের নগরী গড়ে তুলব।’

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে সিডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জহিরুল আলম বলেন, ‘আমাদের নেত্রী চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন। আমরা আধুনিক চট্টগ্রাম হিসেবে গড়ে তুলব। নগর পরিকল্পনাবিদসহ সকলের সহযোগিতা নিয়ে চট্টগ্রামকে আরও এগিয়ে নিব। চট্টগ্রামের সকল এমপি ও মেয়রের সহযোগিতায় চট্টগ্রামের উন্নয়ন করব।’

সিডিএকে জনবান্ধব হিসেবে জনগণ দেখতে চায় উল্লেখ করে ডলফিন বলেন, ‘দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। চলমান প্রকল্পগুলোর কোনো অনিয়ম গ্রহণযোগ্য হবে না।’

সিডিএ’র সচিব তাহেরা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা নঈম উদ্দিন, নোমান আল মাহমুদ।

স্বাগত বক্তব্য দেন সিডিএ প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন সামস।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন- চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের বোর্ড সদস্য চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, কাউন্সিলর গিয়াস উদ্দিন, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কেবিম শাহজাহান, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর