ছদ্মবেশেও রক্ষা পেল না ধর্ষণ মামলার আসামি

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর বার্তা২৪.কম | 2023-08-25 00:24:37

রংপুরে আদিবাসী দুই তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রতন মিনজিকে আটক করেছে র‌্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি দল ঢাকার সাভার থেকে তাকে আটক করে।

আত্মরক্ষার্থে রতন মিনজি ছদ্মবেশ ধারণ করে। চুল কেটে ফেলে। বান্দরবানে আত্মগোপনে থাকার পরিকল্পনা নিয়ে সাভারে অবস্থান করছিল সে।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৩ এর রংপুর সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব-১৩ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, ‘‘মোবাইল ফোনের আলাপনে পূর্ব পরিচিত রতন মিনজির সাথে দেখা করতে গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে মিঠাপুকুর থেকে আসেন আদিবাসী দুই তরুণী। রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকায় পৌঁছালে আগে থেকে পরিকল্পনা করে থাকা রতন মিনজি, তার দুই বন্ধু হযরত ও মামুন ওই দুই তরুণীকে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গণধর্ষণ করে। দুই তরুণীকে ধর্ষণের বিষয়টি গোপন রাখার জন্য ভয়ভীতি প্রদর্শন করে তারা।’’

আদিবাসী দুই তরুণীর মধ্যে এসএসসি পরীক্ষার ফলপ্রত্যাশী একজনের সাথে রতন মিনজির প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার পর ওই তরুণী ও তার প্রতিবেশী দশম শ্রেণী পড়ুয়া আরেক তরুণীকে সাথে নিয়ে রতন মিনজির সাথে দেখা করতে এসেছিল।

র‌্যাব-১৩ প্রধান বলেন, ‘‘ঘটনার পরের দিন বাড়িতে ফিরে রতন মিনজির সাথে সম্পর্কের কথা উল্লেখ করে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে এসএসসির ফলপ্রত্যাশী ওই তরুণী। এ ঘটনায় অপর ধর্ষিতার পরিবার গত মঙ্গলবার (২৩ এপ্রিল) মিঠাপুকুর থানায় রতন মিনজিকে প্রধান আসামি করে তিন জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।’’

মোজাম্মেল হক বলেন, ‘‘রতন মিনজি ঢাকার সাভারে গিয়ে ছদ্মবেশ ধারণের উদ্দেশ্যে চুল কেটে ফেলে এবং বান্দরবানের জঙ্গলে লুকিয়ে থাকার পরিকল্পনা করে। কিন্তু বান্দরবান যাওয়ার আগেই র‌্যাবের অভিযানে আদিবাসী এই যুবককে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে।’’

এ সম্পর্কিত আরও খবর