জুরাইনের ময়লা পানির সমস্যা সমাধানের আশ্বাস ওয়াসার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 02:30:24

জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান তাদের এলাকার ময়লা পানি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে খাওয়াতে নিয়ে আসেন। এই ঘটনার পরে জুরাইনের পানি সমস্যা সমাধানের আশ্বাস দেন ঢাকা ওয়াসার টেকনিক্যাল পরিচালক এ. কে. এম. সহিদ উদ্দিন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে এ কর্মসূচিতে অংশ নেওয়া মিজানুর রহমান সহ আরও চারজনকে ওয়াসা ভবনে ডেকে এই আশ্বাস দেন ওয়াসার টেকনিক্যাল পরিচালক।

এ সময় মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘২০১২ সালে জুরাইনের সাড়ে তিন হাজার বাসিন্দার গণস্বাক্ষর নিয়ে ওয়াসার এমডি বরাবর একটি অভিযোগ করেছিলাম। সেই অভিযোগে কোনো কাজ হয়নি। এখনো প্রতিদিন ময়লা পানি আসে। আমরা কয়েক বছর ধরে ওয়াসার পানি শুধু গোসল, কাপড় ও বাসনকোসন ধোয়ার জন্য ব্যবহার করছি।’

‘মসজিদের টিউবওয়েলের পানি কিনে খাচ্ছি। প্রতি ১০ লিটার পানির জন্য দুই টাকা দিতে হয়। এ অবস্থায় ওয়াসার এমডি কী মনে করে পানিকে শতভাগ সুপেয় বললেন, তা আমাদের বোধগম্য হয়নি।’

তার এই অভিযোগের প্রেক্ষিতে এ কে এম শহিদ উদ্দিন বলেন, ‘এমডি স্যার ঢাকা শহরের সামগ্রিক পানির কথা বলেছেন। যেখান থেকে আমরা পানি উৎপাদন করি, সেই পানিটা বিশুদ্ধ পানি উৎপাদন করি। তাই এমডি এ কথা বলেছেন। আর তিনি (মিজানুর) ২০১২ সালে যে অভিযোগ করেছিলেন, সেটা সমাধান না হওয়ার কারণ ক্ষতিয়ে দেখব।’

তিনি আরও বলেন, ‘আমরা মিজানুর রহমানের সমস্যার কথা শুনলাম। উনার এলাকায় ওয়াসার লোক গিয়ে যাবে এবং কী কারণে নোংরা বা দুর্গন্ধযুক্ত পানি আসছে সেটা দেখে ব্যবস্থা নেওয়া হবে। তারপর আমরা উনার এলাকার সুপেয় পানি পান করে আসব।’

আরও পড়ুন: এমডির জন্য ওয়াসার 'সুপেয় পানির' শরবত এনেছেন জুরাইনবাসী

এ সম্পর্কিত আরও খবর