ব্রুনাইয়ে প্রধানমন্ত্রীর ব্যস্ত সময় পার

ঢাকা, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 10:52:09

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ব্রুনাইয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিন সোমবার (২২ এপ্রিল) দেশটির সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে বৈঠক ও দুই দেশের ব্যবসায়ীদের সম্মেলনে যোগ দেন তিনি। এছাড়া, দারুসসালামের জেম এএসআর মসজিদ পরিদর্শন করেন।

স্থানীয় সময় সকালে ব্রুনাই সুলতানের সরকারি বাসভবন ইস্তানা নুরুল ইমানে সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

তাদের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা ছয়টি স্মারকে স্বাক্ষর করেন।

বিকালে দেশটির ঐতিহ্যবাহী দারুসসালামের জেম এএসআর মসজিদ পরিদর্শন করেন শেখ হাসিনা। সেখানে আসরের নামাজ আদায় করেন তিনি।

পরে দেশটির হোটেল এম্পায়ার অ্যান্ড কান্ট্রি ক্লাবে আয়োজিত বাংলাদেশ-ব্রুনাই বিজনেস ফোরামে যোগ দেন শেখ হাসিনা।

এই অনুষ্ঠানে বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে ব্রুনাইয়ের ব্যবসায়ীদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দু’দেশের মধ্যে ব্যবসায়ী পর্যায়ে তিনটি চুক্তি স্বাক্ষর করা হয়।

আরও পড়ুন: ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, ৬ স্মারক স্বাক্ষর

আরও পড়ুন: ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

আরও পড়ুন: ব্রুনাইয়ের জাতীয় মসজিদ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

এ সম্পর্কিত আরও খবর